গুগলের অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর লগইনে হ্যাক কমেছে ৫০%

গুগল সেকেন্ড স্টেপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছর টু-ফ্যাক্টর অথেনটিকেশন লগইন ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্ট হ্যাক ৫০ শতাংশ কমেছে। সম্প্রতি এক ব্লগ পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে গুগল। খবর সি-নেট।

গুগল সেকেন্ড স্টেপ

২০২১ সালের শেষ তিন মাসে স্বয়ংক্রিয়ভাবে ১৫ কোটি গুগল অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন বা টুএসভি চালু হয়েছে। ২০ লাখের মতো ইউটিউব ইউজারও এ নীতিমালার আওতায় আসে। টুএসভিতে প্রথাগত পাসওয়ার্ডের পাশাপাশি গুগল অ্যাপে মেসেজ কনফারমেশন ও হার্ডওয়্যার সিকিউরিটি কির মাধ্যমে ব্যবহারকারীর আইডেনটিটি নিশ্চিত করতে হবে।

ব্লগ পোস্টে সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানায়, গুগল এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর পরই অ্যাকাউন্ট হ্যাক অর্ধেক কমে গিয়েছে। এটা স্পষ্ট করে দিচ্ছে এ ভেরিফিকেশন ব্যবস্থা কত কার্যকর।

দিশা পাটানির খোলামেলা ছবি তুমুল ভাইরাল

গুগল অ্যাকাউন্টের সঙ্গে জিমেইল, গুগল ওয়ার্ক স্পেস ও ইউটিউবের মতো বিভিন্ন সেবা যুক্ত থাকায় হ্যাকার চক্রের কাছে লোভনীয় হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি জায়ান্টটি।