জুমবাংলা ডেস্ক : গুগলে কর্মরত অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর তথ্য চুরি করে চীনে সরবরাহ করার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এ সংক্রান্ত চারটি মামলায় লিনওয়েই ডিং ওরফে লিয়ন ডিংকে বুধবার গ্রেপ্তার করা হয়। খবর বিবিসি
মামলার তথ্য অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত এক প্রজেক্টে ওই ব্যক্তিকে ২০১৯ সালে নিয়োগ দেয় গুগল। ২০২২ সালের মে মাস থেকে গুগলের তথ্য নিজের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে জমা করতে শুরু করেন তিনি।
অভিযোগে এটাও বলা হয় যে তিনি এর মাঝে কয়েক মাস চীনে বেইজিং রংশু লিয়ানঝি টেকনোলজি নামের একটি কোম্পানিতে কাজ করেন এবং নিজেও একটি কোম্পানি খুলে তাতে কাজ করতে থাকেন।
মামলায় বলা হয়, এই দুই কোম্পানিতে কাজ করার ব্যাপারে গুগলকে জানাননি লিয়ন। শুধু তাই নয়, তিনি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে পদত্যাগ করেন। এরপর সন্দেহ হওয়ায় গুগল অনুসন্ধান করে দেখে তিনি গুগলের অন্তত ৫০০টি গোপনীয় নথি চুরি করেছেন।
এই কাজের মাধ্যমে লিয়ন রাষ্ট্রীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন বলে আদালতে দাবি করা হয়।
মামলায় গুগল জয়ী হলে তাকে অন্তত ১০ বছর জেল এবং প্রতি মামলায় অন্তত আড়াই লক্ষ মার্কিন ডলার অর্থদণ্ড গুনতে হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।