বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এর আগে শোনা গেছে গুগলের ফোল্ডেবল ফোন নিয়ে জল্পনা। তারপর ছবি ফাঁস হলো একবার৷ একবার এলো ভিডিও। কিন্তু এবার একদম ঝাঁ চকচকে মডেলের ছবি। এবারে ফাঁস হওয়া ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে এটাই পিক্সেল ফোল্ড।
অবশ্য ফোরকে ছবি দেখে কোনোকিছু বোঝার উপায় নেই৷ তবে এই ছবি দেখে অন্তত বোঝা তো যাচ্ছে গুগল পিক্সেল ফোল্ড কেমন হবে। এর ডিজাইন কি একেবারেই আলাদা? আমার হাতে আসলে কেমন লাগবে? এসব বিবেচনা করা তো অবশ্যই জরুরি। প্রথমবারেই মাথায় একটি প্রশ্ন কাজ করবে৷ গুগল পিক্সেলের ক্যামেরা বাম্পটা ভীষণ উঁচু। এই বাম্পটা থাকার কারণে ফোনটা লাগে বেশ স্লিম। যতটুকু জানা গেছে ফোনে একটি ৫ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
একই দিনে পিক্সেল সেভেন-এ এরও ছবি ফাঁস হয়েছে। তবে মূল আকর্ষণ পিক্সেল ফোল্ডেই রয়ে গেছে। অনেকে তো বলছেন এটা গুগলের ফোল্ডিং রেজর।
সূত্র: দ্য ভার্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।