গুগল এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কোনো প্রশ্নের উত্তর জানতে হোক বা কোনো সমস্যার সমাধান খুঁজতে—হাতের মুঠোয় থাকা গুগলই প্রথম ভরসা। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু বিষয় আছে যা গুগলে না খুঁজে এড়িয়ে চলাই ভালো। কারণ এতে সঠিক তথ্য পাওয়ার বদলে বিভ্রান্তি, আতঙ্ক কিংবা ক্ষতির মুখে পড়ার ঝুঁকি বেশি থাকে।
বেআইনি কিছু
শখের বশে কিংবা মজা করে হলেও গুগলে বেআইনি কিছু সার্চ করবেন না। ফোনকলের মতো ইন্টারনেটও এখন অপরাধী ধরার সবচেয়ে বড় অস্ত্র। এমনও হতে পারে, আপনি কোনো নির্দিষ্ট অপরাধের ‘অ’–ও জানেন না। কিন্তু আপনার সার্চ হিস্ট্রি ধরে খুঁজে সন্দেহভাজনের তালিকায় আপনাকেও রাখতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি অপরাধীর সঙ্গে কিছু মিল দেখে অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলা হতে পারে আপনাকে। এ ছাড়া বিশ্বের উন্নত কিছু দেশে বেআইনি কিছু সার্চ করলে ওই ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে সন্দেহভাজনের তালিকায় রাখে। ফলে বেআইনি কিছু সার্চ না করাই উত্তম।
যেকোনো রোগের ব্যাপারে
ছোটখাটো রোগের উপশম গুগলে মিলবে ঠিকই, তবে যেকোনো রোগবালাইয়ের সঠিক সমাধানের জন্য চিকিৎসকের কাছেই যান। কারণ, গুগল বা সার্চ ইঞ্জিন আপনার রোগ তো শনাক্ত করতে পারবেই না, উল্টা রোগের ভুলভাল ওষুধ দিয়ে ব্যাপারটা জটিলতর করে তুলতে পারে। অসুস্থ হলে তাই চিকিৎসকের শরণাপন্ন হোন, গুগলের নয়।
যেসবের বিজ্ঞাপন দেখতে চান না
ধরুন, কোনো আত্মীয়ের শিশুর জন্য ডায়াপার প্রয়োজন। আশপাশে কোনো দোকান খোলা নেই, তাই অনলাইনে সার্চ করলেন। এর পর থেকে গুগল হোক, ফেসবুক হোক; যেখানেই সার্চ করছেন বিজ্ঞাপন হিসেবে সামনে আসছে সেই ডায়াপারের বিজ্ঞাপন। এমনটা হওয়াই স্বাভাবিক। গুগল তার ব্যবহারকারীর সার্চের ওপর কড়া নজরদারি করে। যে বিষয়ে সার্চ করছেন, সেই পণ্যই চোখের সামনে আসতে থাকবে প্রতিদিন। ফলে কোনো জিনিস বারবার দেখতে না চাইলে সেসব গুগলে সার্চ না করাই শ্রেয়।
নিজের তথ্য
অনেকেই গুগলের কাছে নিজের তথ্য জানতে চান। বিশেষ করে এআই আসার পর নিজের ব্যাপারে জানতে চাওয়ার ইচ্ছা বেড়েছে অনেকেরই। কিন্তু তথ্য জানতে গিয়ে উল্টা তথ্য দিয়ে বসবেন না। যেমন ক্রেডিট কার্ডের তথ্য, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য যতটা সম্ভব নিজের কাছে রাখবেন।
ত্বকের রোগ
হাতে হয়তো কোনো কারণে ছোট ছোট র্যাশ উঠেছে, মনে হলো একবার দেখি তো গুগল করে এর কারণ কী। ব্যাস, এমন কিছু ছবি আপনার চোখের সামনে আসবে, যা রাতের ঘুম হারাম করে দিতে যথেষ্ট। ত্বকের রোগ হলে সর্বপ্রথম চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। গুগলে রোগ বা রোগের উপসর্গ সার্চ করে রাতের ঘুম হারাম করবেন না।
মনে রাখবেন, ইন্টারনেটে কোনো কিছুই গোপন থাকে না। আপনি যতই নিরাপত্তা মেনে ইন্টারনেট ব্যবহার করুন না কেন, আপনার প্রতিটি সার্চ, প্রতিটি ওয়েবসাইট ভিজিটের ইতিহাস জমা থাকে আর্কাইভে। সার্চ হিস্ট্রি ডিলিট করে কিংবা ইনকগনিটো মোডে গুগল সার্চ করলেও আদতে তা কোথাও না কোথাও লিপিবদ্ধ থাকেই। যে কারণে ইন্টারনেটে কোনো কিছু বলার আগে, সার্চ করার আগে সতর্কতার সঙ্গে করুন। আপনার একটি ভুল সার্চের মাশুল দিতে হতে পারে আপনার প্রিয়জনদেরও।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.