আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগলে ক্রোম দির্ঘদিন আপডেট না পেলে আপডেট ইন্সটল করে সর্বশেষ সংস্করণ ব্যবহার করা উচিত। তবে গুগল ক্রোম নিজে থেকেই সর্বশেষ আপডেট ইন্সটল করে। তবে যদি তা না হয় তাহলে আপনাকে নিজে থেকেই আপডেট করে নিতে হবে।
ডেস্কটপে ক্রোম আপডেট করার মতোই, আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ প্রয়োজন। কারণ ব্রাউজার আপডেট ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়। অ্যান্ড্রয়েড ফোন আর ডেস্কটপ এ ক্রোম আপডেট করার পদ্ধতি একই। তেমন কোন পার্থক্য নেই। তবে আপনার ইন্টারনেট কানেকশনের অবস্থা যেনো ভালো থাকে সেটা নিশ্চিত করতে হবে। ইন্টারনেটের গতি কম হলে আপডেট নিতে দেরি হবে।
গুগল ক্রোমের আপডেট প্রক্রিয়া শুরু করতে প্রথম এ আপনার অ্যান্ড্রয়েড ফোনে Google Play Store চালু করুন। প্লে স্টোরের সার্চ বাক্সে ক্লিক করুন, এরপর “গুগল ক্রোম” টাইপ করুন এবং এন্টার চাপুন। তারপরে গুগল ক্রোম নির্বাচন করুন।
ক্রোম এর সেটিং অপশন থেকে আপডেট করে নিন। যদি আপডেট করার অপশন না থাকে তাহলে বুঝবেন আপনি সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন। আপনার আর কিছুই করতে হবে না। আপনি চাইলে যেনো সরাসরি আপডেট হয় সে ফিচার চালু করে রাখতে পারেন। তাহলে আপডেট আসলেই নিজে থেকেই সর্বশেষ ভার্সন ইন্সটল হয়ে যাবে। আপনি না চাইলে সরাসরি আপডেট হওয়ার অপশন বন্ধ রাখতে পারেন। সাধারণত সর্বশেষ ভার্সন পুরাতনটি থেকে অনেক ভালো পারফর্ম করে ও বাড়তি ফিচার যোগ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।