গুগল ক্রোম ব্রাউজারের লাইট মোড বন্ধ করছে

গুগল ক্রোম ব্রাউজারের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েডে ক্রোম ব্রাউজারের লাইট মোড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল। সাম্প্রতিক বছরগুলোয় সেলুলার ডাটা ব্যয় কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর টেকরাডার।

গুগল ক্রোম ব্রাউজারের

২০১৪ সালে প্রথম ডাটা সেভার নামে ফিচারটি চালু করে গুগল। এরপর ২০১৯ সালে এটিকে লাইট মোড নাম দেয়া হয়। বিশেষ করে যেসব অঞ্চলে ইন্টারনেট গতি তুলনামূলকভাবে কম কিংবা প্রতিবন্ধকতা রয়েছে, সেসব অঞ্চলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে চালুর পর লাইট মোডটি গুগলের নিজস্ব সার্ভার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর কিছু ওয়েব ট্রাফিক ডিভাইসে ডাউনলোড হওয়ার আগেই পাঠিয়ে থাকে। কোনো পেজ ধীরে চালু হলে গুগলের সার্ভার এগুলোকে সহজে চালু হতে সাহায্য করবে। এতে ব্যবহারকারীর ডিভাইসে কম ডাটা ডাউনলোড হবে। তবে লাইট মোড ব্যবহারকারীদের কম ডাটা লোডের মাধ্যমে সুবিধা দিয়ে থাকলেও প্রাইভেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে লাইট মোড কাজ করেনি। পাশাপাশি এটি ব্যবহারকারীদের লোকাল নেটওয়ার্কে থাকা কোনো ওয়েবসাইটে প্রবেশেও বাধা দিয়েছে।

কতটা নিরাপদ ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিল

নতুন সাপোর্ট ডকুমেন্টে গুগল জানায়, মার্চে ক্রোমের ১০০তম ভার্সন উন্মুক্তের মাধ্যমে সার্চ ইঞ্জিন জায়ান্টটি লাইট মোডের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। যারা এখনো লাইট মোড ব্যবহার করছে, আগামী ২৯ মার্চ তাদের জন্য এ মোড বন্ধ করে দেয়া হবে। গত কয়েক বছরে বিশ্বের বেশ কয়েকটি দেশে মোবাইল ডাটা ব্যয় হ্রাস পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।