জুমবাংলা ডেস্ক: রাজধানীর গুলশানে দুই মেয়েকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় সৎ মা আঞ্জু কাপুরকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোরে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
পুলিশ বলছে, অভিযোগের বিষয়ে সত্যতা মেলায় আটক করা হয় আঞ্জু কাপুরকে। বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ তৈরি হয় প্রথম পক্ষের দুই মেয়ের।
সাংবাদিকদের সিআইডির অতিরিক্ত ডিজি শেখ ওমর ফারুক বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট মামলা আছে। ব্যাংক থেকে এক কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করেছেন আঞ্জু কাপুর। যেদিন তার স্বামী মারা যান তার পরের দিন তিনি সেই টাকা তোলেন। তাকে একটা ম্যান্ডেড দেওয়া ছিল, আমাদের কাছে যে অভিযোগ আছে তার সত্যতা পাওয়া গেছে। এ মামলার একমাত্র আসামি সে, এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর গুলশান-২ এর ৯৫ নম্বর সড়কের প্রায় ১০ কাঠা জমির ওপর থাকা বাড়িতে ঢুকতে দিচ্ছেন না সৎ মা গত অক্টোবরে দুই বোন মুশফিকা ও মোবাশ্বেরার এমন অভিযোগ বেশ আলোড়ন তৈরি করে।
পরে হাইকোর্টের নির্দেশে দুই বোনকে গুলশানের বাড়িতে তুলে দেয় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


