Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশান লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেল ৪ টার দিকে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গুলশান-১ লেকের ১২১ ও ১২৩ নম্বর রোডের মাঝামাঝি পানিতে ভাসমান অবস্থায় এক তরুণের মরদেহ দেখতে পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের পরনে ছাই রঙের জিন্স প্যান্ট ও তার শরীরে কোনো পোশাক ছিল না।
পরে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উপ-পরিদর্শক আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পানিতে থাকার কারণে শরীর ফুলে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।