Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: হারিকেন এতা’র প্রভাবে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় প্রবল বৃষ্টির পর কয়েকটি ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি’র।
গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামততেই জানিয়েছেন যে নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই একটি শহরের। সেখানে পাহাড়ধসের ঘটনায় ২০টি বাড়ি মাটি চাপা পড়েছে।
এদিকে হারিকেন এতার প্রভাবে প্রবল বৃষ্টিতে মঙ্গলবার ভূমিধসের ঘটনা ঘটেছে গুয়াতেমালার প্রতিবেশী দেশ নিকারাগুয়াতেও। হারিকেন হিসেবে ‘এতা’ মঙ্গলবার প্রতিবেশী নিকারাগুয়া হয়ে সাগর থেকে স্থলে উঠে আসে, পরে দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়।
হারিকেন ‘এতা’ এখনও মধ্য আমেরিকার বেশ কয়েকটি অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও প্রাণঘাতী বন্যার কারণ হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।