থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের কোর্টভবন এলাকায় তফাজ্জল হোসেনের বাসায় প্রবেশ করে একই এলাকার মাসুদ টেইলার্সের মালিক মাসুদ। বাসায় এ সময় তফাজ্জল হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার রিপা ছাড়া কেউ ছিল না। মাসুদ এ সময় ধারালো ছুরি দিয়ে রিপার গলা কেটে ও ডান হাতের রগ কেটে হত্যার চেষ্টা করে।
পরে পৌনে দুইটার দিকে মাসুদ রক্তাক্ত ছুরিসহ থানায় হাজির হয়ে রিপাকে হত্যা চেষ্টার কথা জানিয়ে আত্মসর্মপন করে। থানার এসআই নূর শাহীনের নেতৃত্বে থানা পুলিশ রিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রিপাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রিপার পিতা আব্দুর রহমান (৫৮) জানায়, খালি বাসা পেয়ে তার মেয়েকে ধর্ষণ করতে না পেরে গলা কেটে ও হাতের রগ কেটে হত্যা করতে চেয়েছিল মাসুদ।
গফরগাঁও খানার ওসি অনুকুল সরকার বলেন, মাসুদ দুপুর পৌনে দুইটার দিকে রক্তাক্ত জামা কাপড় পরা অবস্থায়, রক্তাক্ত ছুরিসহ থানায় উপস্থিত হয়ে গৃহবধূ রিপার হাতের রগ ও গলা কাটার কথা জানায়। পুলিশ রিপার বাসা থেকে রিপাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মাসুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।