জুমবাংলা ডেস্ক : ‘গৃহস্থালি পণ্য’ ঘোষণা দিয়ে ইতালি থেকে চট্টগ্রামে পাঠানো একটি পার্সেল থেকে দুটি এইচএমএম পিস্তল ও ৬০টি কার্তুজ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ রবিবার অস্ত্র ও কার্তুজ উদ্ধারের পর বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করা হয়।
ইতালি থেকে আসা পার্সেল থেকে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। তিনি বলেন, ‘গৃহস্থালি পণ্যের নামে আসা পার্সেলটিতে ক্রোকারিজ মালামাল আছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল।
কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই পার্সেলে অস্ত্র আছে। সেই সন্দেহের ভিত্তিতে পার্সেলটি খোলা হয়। সেখানে ফ্রাইপ্যান, ব্লেন্ডার, রান্নার কাজে ব্যবহৃত ছুরি এবং চারটি অস্ত্র পাওয়া যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, দুটি পিস্তল খেলনার। অন্য দুটি পিস্তল আসল ও সচল। চারটি পিস্তলই দেখতে একই রকম। ‘
প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ইতালি থেকে রাজিব বড়ুয়া নামের এক ব্যক্তি চালানটি চট্টগ্রামে পাঠিয়েছেন। এটি গ্রহণ করার কথা ছিল আগ্রাবাদ সিজিএস কলোনির এফ সেভেন এ এইট ঠিকানার কামরুল হাসান নামের একজনের। অস্ত্র ও কার্তুজ উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে বন্দর থানার পুলিশকে অবহিত করা হয়। এ বিষয়ে বন্দর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।