Nvidia যখন গেমারদের জন্য Geforce Now নামে একটি ক্লাউড সার্ভিস নিয়ে এসেছিল তখন এটিকে কেউ তেমন গুরুত্ব দেয়নি। কারণ এ ক্লাউড সার্ভিসের আইডিয়া সবার পছন্দ হবে না এরকমটিই মনে হয়েছিল। কিন্তু বর্তমানে এর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে গেমিং দুনিয়ার ভবিষ্যৎ পাল্টে যেতে যাচ্ছে।
গেমিং ডিভাইস এবং গেম এর দাম বরাবরই অনেক বেশি। মধ্যবর্তী গেমারদের জন্য এত টাকা খরচ করে একটি গেমিং ডিভাইস ক্রয় করা বেশ কষ্টসাধ্য। play station অথবা এক্সবক্স কনসোলের দাম ৫০ থেকে ৭০ হাজার টাকা হবে।
আপনি যদি পিসিতে গেমিং করতে চান তাহলে একটি হাই-এন্ড ডিভাইসের পেছনে আপনাকে ১ লাখ টাকার মত খরচ করতে হবে। কিন্তু Geforce Now ক্লাউড সার্ভিসের ফলে আপনার কোন গেমিং ডিভাইসের প্রয়োজন হচ্ছে না।
আপনি যেকোনো সাধারণ একটি ডিভাইস থেকে Geforce Now ক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারবেন। Nvidia এর সার্ভারের মধ্যে জনপ্রিয় সব গেম আপলোড করা থাকবে। আপনি শুধু সাবস্ক্রিপশন করলে ক্লাউড থেকেই সব গেম খেলতে পারবেন।
Geforce Now এর সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনাকে মোটা অংকের অর্থ খরচ করে গেমিং ডিভাইস ক্রয় করতে হবে না। এর ফলে মধ্যবিত্ত গেমারদের জন্য এটি আশীর্বাদ হয়ে এসেছে।
আবার অনেক গেম এর সাইজ ৮০ থেকে ২০০ জিবি হওয়ার ফলে তা ডাউনলোড করার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে ওঠে। ক্লাউড সার্ভারের ফলে আপনাকে এত বড় সাইজের গেম ডাউনলোড করতে হবে না। আপনি সরাসরি সার্ভার থেকেই গেম ওপেন করতে পারবেন।
আপনি ইচ্ছা করলে বড় সাইজের টেলিভিশন ক্রয় করে সেখানে Nvidia এর ক্লাউড সার্ভিসের মাধ্যমে গেম উপভোগ করতে পারবেন। Geforce Now সার্ভিস আপনাকে হাই রেজুলেশনে ১৪০০ এর উপর গেমস স্ট্রিম করার সুবিধা দিচ্ছে।
Geforce Now ক্লাউড সার্ভিসের মাধ্যমে আপনি ১০০ টির বেশি গেম ফ্রিতে খেলতে পারবেন। এপেক্স লেজেন্ড এবং ফোর্টনাইট এর মতো গেম আপনি সহজেই খেলতে পারবেন।
প্রত্যেক বৃহস্প্রতিবারে Nvidia Geforce Now ক্লাউড সার্ভারে নতুন গেম যুক্ত করা হয়ে থাকে। নিকট ভবিষ্যৎ এ গেমিং বলতে শুধু ক্লাউড সার্ভিসের গেমিংকে বোঝাবে সম্ভবত। ক্লাউড সার্ভিস এ আরও ফিচার যোগ করলে তা গেমারদের নিকট আকর্ষণীয় হয়ে উঠবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।