পুঁজিবাজার ডেস্ক : গেলো কয়েক মাস ধরে বেশ নড়বড়ে দেশের পুঁজিবাজার। এ সময়ের মধ্যে পুঁজি সরিয়ে নিয়েছেন অনেক বিদেশি বিনিয়োগকারী। সর্বশেষ সপ্তাহেও বাজার মূলধন হারিয়েছে ১৬ হাজার কোটি টাকার বেশি। এর জন্য স্টক এক্সচেঞ্জের সাথে নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতাকেই দুষছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আর বিনিয়োগের জন্য বাজার বিশ্লেষণের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।
দীর্ঘমেয়াদি বিনিয়োগে বিশ্বব্যাপী স্বীকৃত পুঁজিবাজার। কিন্তু, বাংলাদেশে ক্ষেত্রটি হয়ে আছে ঝুঁকি আর অনাস্থার বড় উদাহরণ। মাঝে মধ্যেই বাজারের অস্বাভাবিক আচরণ ক্ষতিগ্রস্ত করছে বিনিয়োগকারীদের। সেই সাথে, নেই অর্থনীতির শক্তিমত্তার সাথে সামঞ্জস্যও। যার বড় উদাহরণ গেলো কয়েক মাসের লেনদেন।
গেল সপ্তাহেও সূচকের ইতিবাচক ধারা দেখা গেছে মাত্র এক কার্যদিবসে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর এক সপ্তাহেই বিনিয়োগকারীরা হারিয়েছেন ১৬ হাজার কোটি টাকার বাজার মূলধন। তাদের অভিযোগ, দেশের দুই স্টক এক্সচেঞ্জের সাথে নিয়ন্ত্রক সংস্থার দ্বন্দ্ব ও সমন্বয়হীনতার কারণেই স্থিতিশীল হচ্ছে না পুঁজিবাজার।
বিশ্লেষকরা বলছেন, লেনদেনের ওঠা-নামা থাকলেও, দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরিবেশ এখনো বিদ্যমান। তবে, এক্ষেত্রে উপযুক্ত বিশ্লেষণ ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা। সেই সাথে জোর দিচ্ছেন পুঁজিবাজারকে নিজস্ব গতিতে চলতে দেয়ার ওপরে।
শিগগিরই পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশা বিনিয়োগকারীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।