Zoom Bangla news
    Facebook Twitter Instagram
    Zoom Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Zoom Bangla news
    Home » পদ্মা সেতু চালুর পর দাম বেড়েছে গোপালগঞ্জের শাপলার
    অর্থনীতি-ব্যবসা কৃষি বিভাগীয় সংবাদ

    পদ্মা সেতু চালুর পর দাম বেড়েছে গোপালগঞ্জের শাপলার

    August 5, 20223 Mins Read

    জুমবাংলা ডেস্ক: বর্ষার পানিতে টাই টম্বুর বিল। এ সময় বিল এলাকার মানুষের কোন কাজ থাকে না। বছরের ৭ মাস বিল জলমগ্ন থাকে। মে মাসের মাঝামাঝি থেকেই বিলে জন্মাতে থাকে জলাজ উদ্ভিদ শাপলা। নভেম্বর পর্যন্ত বিলের শোভাবর্ধণ করে জাতীয় ফুল শাপলা। সূর্যোদয়ের আগে বিলের পানির ওপর সাদা শাপলা ফুল শ্বেত শুভ্র আভা ছড়াচ্ছে। বিল এলাকার কর্মহীন মানুষ কাকডাকা ভোর ৫ টা থেকে নৌকায় করে বিলে শাপলা সংগ্রহে নামেন। সকাল ৮ টা পর্যন্ত ৩ ঘন্টায় তারা ৩ শ’ থেকে ৪ শ’ শাপলা তোলেন। এ শাপলা তারা ৬ শ’ থেকে ৮ শ’ টাকায় বিক্রি করেন।

    গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামের বড় সিঙ্গা বিলের চিত্র এটি। ওই গ্রামের ১ হাজার ৫ শ’ মানুষ বিল থেকে শাপলা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। ওই গ্রমে প্রতিদিন ২ লাখ টাকার শাপলা কেনা বেচা হচ্ছে। এখান থেকে পাইকেররা শাপলা কিনে পদ্মা সেতু হয়ে ঢাকা নিয়ে যান। এ কারণে শাপলার কদর ও দাম বেড়েছে।

    এছাড়া এই শাপলা খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে চালান করা হচ্ছে। শাপলা চালানের সাথে জড়িতরাও মোটা অংকের টাকা আয় করছেন।

    কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামের সমর বিশ্বাস (৫৫) বলেন, বর্ষাকালে বিল জলমগ্ন হয়ে পড়ে। তাই মানুষের কোন কাজ থাকে না। তারা বিল থেকে শাপলা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। এ পেশার সাথে আমাদের গ্রামের বিভিন্ন বয়সের ১ হাজার ৫ শ’ নর-নারী জড়িয়ে রয়েছেন। পদ্মা সেতু চালুর পর শাপলা সংগ্রহকারীরা শাপলার একটু বেশি দাম পাচ্ছেন।

    কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামের রিনা রানী সরকার (৫৮) বলেন,বিলে প্রাকৃতিক ভাবে শাপলা ফোঁটে। ভোর ৫ টায় নৌকায় পান্তাভাত, মুড়ি অথবা চিড়ে নিয়ে বিলে যাই। বিলে গিয়ে শাপলা তুলি। সকাল ৮ টা পর্যন্ত আমি ৩ শ’ শাপলা তুলতে পারি। ১০টি শাপলা দিয়ে একটি আঁটি বাঁধি। ১০টি আঁটি দিয়ে ১ শ’ শাপলার একটি বান্ডিল করি। আগে প্রতি বান্ডিল শাপলা ১ শ’৫০ টাকা দরে বিক্রি করতাম।

    পদ্মা সেতু চালুর পর প্রতি বান্ডিল শাপলা ২ শ’ টাকা দরে বিক্রি করছি। সে হিসেবে প্রতিদিন আমি ৬ শ’ টাকার শাপলা বিক্রি করতে পারি। বিলে নৌকা থেকেই পাইকের নগদ টাকায় শাপলা কিনে নেন। এটি আমাদের বিনা চালানের ব্যবসা। একটু শ্রম দিয়েই প্রতিদিন ৬ শ’ টাকা আয় করে সংসারের খরচ মেটাতে পারছি।

    ওই গ্রামের অতুল বিশ্বাস (৬০) বলেন, আমাদের বিলে রক্ত, সবুজ ও গুন্দি শাপলা জন্মায়। এরমধ্যে সবুজ শাপলা ক্ষেতে খুবই সুস্বাদু।
    বাণিজ্যিকভাবে এ শাপলার চাহিদা সবচেয়ে বেশি। এ জাতের শাপলা একটু বেশি দামে বিক্রি হয়। আমি সকাল বিকেল দুই বেলা বেঁছে বেঁছে বিল থেকে সবুজ শাপলা তুলি। এতে প্রতি দিন ১ হাজার ৫ শ’ টাকা আয় করতে পারি।

    শাপলার পাইকের সুকুমার বিশ্বাস (৪০) বলেন, সিঙ্গা বিলের মিঠা পানির শাপলা খুবই সুস্বাদু। সারাদেশে এ শাপলার ব্যাপক চাহিদা রয়েছে। তাই এখান থেকে শাপলা কিনে আমরা ঢাকা, খুলনা,বরিশালসহ বিভিন্ন জেলায় চালান করি। প্রতি বান্ডিল শাপলা আমরা ২ শ’ টাকা দরে ক্রয় করি। এ শাপলা আমরা ৩ শ’ টাকা বান্ডিল দরে বিক্রি করি। পদ্মা সেতু চালুর পর শাপলার কদর ও দাম বেড়েছে। এতে আমরা ও শাপলা সংগ্রহকারীরা লাভবান হচ্ছি। জুন থেকে অক্টোবর পর্যন্ত আমাদের শাপলার ব্যবসা চলে।

    গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দু কুমার রায় বলেন, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ছোট বড় ২২৯ টি বিল রয়েছে। প্রতিটি বিলে প্রচুর শাপলা জন্মে। শাপলায় প্রচুর পরিমাণ আয়রন, সিলিকন ও আয়োডিন রয়েছে। এ উপাদান গুলো মানবদেহের জন্য খুবই উপকারী। আমাদের দেশে শাপলা সবজি হিসেবে খাওয়া হয়। এ জেলার অন্তত ১০ হাজার মানুষ শাপলা সংগ্রহ ও চালানের সাথে জড়িত রয়েছেন। পদ্মা সেতু চালুর পর শাপলার দাম বেড়েছে। গ্রামের মানুষ শাপলা সংগ্রহ করে ৬ শ’ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। এ জেলায় প্রতিদিন ১০ লাখ টাকার শাপলা বিক্রি হচ্ছে। -বাসস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


    bedbug killer
    অর্থনীতি-ব্যবসা কৃষি গোপালগঞ্জের চালুর দাম, পদ্মা পর বিভাগীয় বেড়েছে শাপলার সংবাদ সেতু

    Related Posts

    বাদাম

    বাদাম খাওয়ার পর পানি পান করলে কী হয়?

    August 5, 2022
    নাগা চৈতন্য

    ১১ আগস্টের পর সিদ্ধান্ত নেবেন নাগা চৈতন্য

    August 5, 2022

    প্রায় ১ ঘন্টা পর সচল শাহজালাল বিমানবন্দর

    August 5, 2022
    ksrm
    সর্বশেষ খবর
    লাল আলুর জাদুকরী সব উপকারিতা

    লাল আলুর জাদুকরী সব উপকারিতা

    ৭৫ বর্গ কিমির দেশে মাত্র একটি পরিবারের বাস, জনসংখ্যা ২৬ জন

    ৭৫ বর্গ কিমির দেশে মাত্র একটি পরিবারের বাস, জনসংখ্যা ২৬ জন

    আকাশে উঠেছিল ৫৮ হাজার সুইমিংপুলের সমান পানি : নাসার গবেষণা

    আকাশে উঠেছিল ৫৮ হাজার সুইমিংপুলের সমান পানি : নাসার গবেষণা

    প্রায় ৪০০ বছর আগের দৃষ্টিনন্দন মসজিদ, দেখতে প্রতিদিনই ভিড়

    টারজানের সেই বিস্ময়কর গাড়িটি এখন কোথায়?

    টারজানের সেই বিস্ময়কর গাড়িটি এখন কোথায়?

    কাজের আগে এ কেমন শর্ত জুড়ে দেন বলিউড তারকারা !

    কাজের আগে এ কেমন শর্ত জুড়ে দেন বলিউড তারকারা !

    পদ্মা সেতু চালুর পর দাম বেড়েছে গোপালগঞ্জের শাপলার

    চীনা সীমান্তের কাছেই সামরিক মহড়ার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র-ভারত

    চীনা সীমান্তের কাছেই সামরিক মহড়ার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র-ভারত

    যেসব গাছ আপনার ঘরের বাতাস দূষণ মুক্ত রাখবে

    যেসব গাছ ঘরের বাতাস দূষণ মুক্ত রাখবে

    বৃষ্টিপাত

    রবিবার পর্যন্ত দেশে বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে






    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2022 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.