Advertisement
জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রের করোনা রোগীদের জন্য ৫০টি করে মোট ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার স্ব স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসাররা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের প্রধানদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতারা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এসব অক্সিজেন সিলিন্ডার এলাকার করোনা রোগীদের জন্য বিশিষ সুবিধা নিয়ে আসবে বলে এলাকার মানুষ মনে করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



