জুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ জাতীয় মহাসড়ক নির্মানের লক্ষ্যে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কে উচ্ছেদ অভিযান শুরু করেছে গোপালগঞ্জ সড়ক বিভাগ।
গোপালগঞ্জ আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কের গঙ্গারামপুর, গয়লাকান্দি, শান্তিপুর, জলিরপাড়, বানিয়ারচর এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপদ অধিদপ্তরের খুলনা জোনের স্টেট এন্ড ল’ অফিসার অনিন্দিতা রায়।
এ সময় গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রাশেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস-সহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের স্টেট এন্ড ল ’অফিসার অনিন্দিতা রায় জানান, সম্প্রতি টেকেরহাট- গোপালগঞ্জ- ঘোনাপাড়া রুটে জাতীয় মহাসড়কের নির্মান কাজ শুরু হয়েছে। ৪৪ কিলোমিটার দৈর্ঘের এ সড়কটি নির্মান ও প্রশস্থ করার জন্য এই উচ্ছেদ অভিযান চলছে। গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট রুটেও অনুরূপ উচ্ছেদ অভিযান চলবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।