গাইবান্ধার গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘পুষ্টিবন্ধু : আমার খাবার, আমার দায়িত্ব’ শীর্ষক তিন দিনব্যাপী এক ব্যতিক্রমী আয়োজন।
ReEarth Club, BRUR-এর উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক কর্মশালার সমাপনী দিনে শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ খাদ্যের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনে খাদ্যব্যবস্থার সংকট মোকাবিলার বার্তা তুলে ধরে।
আজ (২২ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সপ্তম ও অষ্টম শ্রেণির ৩০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থী তাদের অভিভাবক ও অতিথিদের সামনে নিজেদের অর্জিত জ্ঞান উপস্থাপন করে। বিগত দুই দিনে তারা ফুড সিস্টেম, সুষম খাদ্য, জাঙ্ক ফুডের ঝুঁকি, নিরাপদ স্কুল টিফিন এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও খাদ্যব্যবস্থার উপর সৃষ্ট সংকট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। তারই প্রতিফলন হিসেবে সমাপনী দিনে তারা স্বাস্থ্যকর টিফিনের মডেল প্রদর্শন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়গুলো পোস্টারের মাধ্যমে তুলে ধরে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: গোলাম মোস্তফা। তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের সঠিক শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। এই বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবক উভয়েরই সচেতন থাকা আবশ্যক।’
বিদ্যালয়ের সভাপতি মো: মনোয়ার হোসেন (রাজু), শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মো: সগির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ্ মোশফিকুর রহমান, এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হাসিবুল হক তুষারসহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
পুষ্টিবন্ধু প্রোগ্রামের কো-অর্ডিনেটর অনুশ্রী রায় বলেন, ‘আমাদের এই প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং খাদ্য ব্যবস্থার বিভিন্ন প্রভাবক সম্পর্কে তাদের ধারণা দেওয়া। পাশাপাশি, তাদের মধ্যে নেতৃত্বের মানসিকতা তৈরি করাও আমাদের লক্ষ্য ছিল।’
আয়োজক সংগঠন রিআর্থ ক্লাবের আহ্বায়ক তাসবীন শাকিব বলেন, ‘ReEarth Club পরিবেশ, জলবায়ু ও সামাজিক ন্যায়বিচারের মতো বিষয়গুলোতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাচ্ছে। পুষ্টিবন্ধু প্রোগ্রাম আমাদের সেই উদ্দেশ্যেরই একটি অংশ, যার মাধ্যমে আমরা চাই তরুণ শিক্ষার্থীরা সমাজ ও পরিবেশের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠুক।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রোগ্রামটি Gobindagonj Organisation of Learning and Development (GOLD)-এর অর্থায়নে এবং SUN Youth Network Bangladesh-এর কৌশলগত সহযোগিতায় আয়োজিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।