হেদায়েত উল্লাহ (সৌখিন) গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এই প্রথম শুরু হয়েছে মসলা জাতীয় ফসল জিরার পরিক্ষামূলক চাষ। মসলা জাতীয় ফসলের উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জিরা চাষ করা হচ্ছে উপজেলার খলসী ও ফুলবাড়ি গ্রামে।
বারি জিরা-১ জাতের জিরা চাষে সফলতার দেখা পেয়েছেন এই স্থানীয় চাষীরা। আশা করছেন ভালো মুনাফা লাভের। গাঢ় সবুজ রঙ্গের জিরা গাছ দেখতেও বেশ হৃষ্টপুষ্ট।
এ বিষেয় জানতে চাইলে জিরা চাষী এতবর আলী জানান, প্রথমবার হলেও কৃষিবিভাগের সহায়তায় আশার আলো দেখতে পাচ্ছেন তিনি।
খুলসী গ্রামের জিরা চাষী জানান, ১০ শতক জমিতে পরিক্ষামূলক চাষ করে সফল হয়েছেন তিনি। চাষের পরিধি আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, বাজারে জিরার মূল্য ও চাহিদা থাকায় এই চাষ সম্ভাবনাময় এবং বেকার যুবকদের আকৃষ্ট করবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদ রেজা মুন্না বলেন, প্রথমবারের মত জিরা চাষে সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সাহায্য দিয়ে যাচ্ছে কৃষি অফিস। তিনি বলেন, আমরা আশা করছি ১০ শতক জমি থেকে ৪ থেকে ৫ কেজি জিরা পেতে পারেন কৃষক। এতে বেকার যুবকদের কর্মসংস্থান যেমন হবে, তেমনি জিরার আমদানী নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা ব্যয় সংকুচিত হবে বলে বিশ্বাস করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।