Advertisement
জুমবাংলা ডেস্ক: গোমতী নদী রক্ষায় কুমিল্লা জেলা প্রশাসন শুক্রবার সকাল ১০টায় গোমতী নদীর আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় গোমতী নদী থেকে মাটি কাটার সময় একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এইচ,এম ফখরুল হোসাইন বাসসকে বলেন, গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১টি ট্রাক্টর জব্দ করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে আনসার বাহিনী ও জেলা পুলিশের দু’টি টিম উপস্থিত ছিল। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।