দিনাজপুর প্রতিনিধি: আয়তনে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
এতে ইমামতি করেন দিনাজপুরের জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।
নামাজে অংশ নেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, ঈদগাহ মাঠের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ এবং পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রমুখ।
এবার এই ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত ঈদের জামাতে প্রায় ২ লাখ মুসল্লি অংশ নেন বলে দাবি করেছে আয়োজক কমিটি। মেঘ বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এতে অংশ নেন।
ঐতিহাসিক এই ঈদের জামাতে অংশ নিতে ঠাকুরগাঁও জেলা থেকে একটি ট্রেন ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলা হতে আরও একটি ট্রেনের বিশেষ ব্যবস্থা ছিল।
হুইপ ইকবালুর রহিম জানান, সাধারণত ঈদুল আজহায় মুসল্লি কম হয়ে থাকে। কিন্তু এবার বিশেষ ট্রেনে বিনা পয়সায় মুসল্লিদের জন্য যাতায়াতের সুবিধা থাকায় মুসল্লির সংখ্যা খুব বেশি কমেনি। বৃষ্টিতেও প্রায় দুই লাখ ধর্মপ্রাণ মুসুল্লি শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন এই জামাতে।
তিনি বলেন, মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া করা হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকুক সেজন্য দোয়া করা হয়েছে।
এশিয়ার মধ্যে বৃহৎ এই জামাত আন্তর্জাতিকভাবে স্বীকৃতিলাভের জন্য ইতোমধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান ঈদগাহ মাঠটির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ইকবালুর রহিম।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ঈদের জামাত নিরাপদে সম্পন্ন করতে সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া হয়। টহল, চেকপোস্ট, সিসি ক্যামেরা, ড্রোন সার্ভিস, রাস্তার মোড়ে মোড়ে পাহারার ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসনও সর্বাত্মক সহযোগিতা করেছে। এছাড়া র্যাব, বিজিবি, আনসার বাহিনী নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, সফলভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আয়তনের দিক দিয়ে দিনাজপুরের গোড়-এ শহীদ ময়দান উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। গোর-এ-শহীদ ময়দানের আয়তন প্রায় ২২ একর। অপরদিকে, শোলাকিয়ার আয়তন সাত একর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।