বিনোদন ডেস্ক : গোলাপি অন্তর্বাসের উপর সাদা-কালো চেক শার্ট। অভিব্যক্তি অত্যন্ত শার্প, অথচ লাস্যে ভরপুর। ভারতীয় মডেল তথা অভিনেত্রী রূপালি সুরির এমন ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি করোনা জয় করেছেন। এবারে জয় করলেন নেটপাড়া। সেক্স আপিলের দিক থেকে ১০ গোল দিলেন প্রতিদ্বন্দ্বীদের।
স্বপ্নের কোনো সীমা হয় না। তাই স্বপ্নকে অনুসরণ করা থামাতে নেই। এই মন্ত্রকে আঁকড়ে বাঁচেন রূপালি। সে কারণে সুস্থ হওয়ার পরদিন থেকেই কাজ শুরু করে দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বলিউডের প্রথম সারির এক ফটোগ্রাফারের নয়া প্রজেক্টের জন্যই ওই ছবিগুলো তুলেছেন রূপালি।
তবে অভিনেত্রী ঠিক কোন প্রজেক্টে স্বাক্ষর করেছেন, সেটা এখনও স্পষ্ট নয়। যাই হোক না কেন, এই কাজ যে রুপালির অতীতের সমস্ত কাজের চেয়ে বহুগুণ ইন্টারেস্টিং, সে নিয়ে দ্বিধা নেই নেটপাড়ার কারোই।
‘ড্যাড হোল্ড মাই হ্যান্ড’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন রূপালি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে টেলিভিশন দুনিয়ার অন্যতম নাম তিনি। একাধিক বিজ্ঞাপনের মুখ তো বটেই, পাশাপাশি বহু লাইভ শো করেছেন তিনি। কমেন্টট্রেটর হিসেবেও অত্যন্ত জনপ্রিয় এই মডেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।