গোলাম সারোয়ার: ভয় দেখানো হয়েছিলো অগণিত লাশ পথেঘাটে পড়ে থাকবে!

গোলাম সারোয়ার: আমাদের ভয় দেখানো হয়েছিলো, অগণিত মানুষ পথেঘাটে মরে পড়ে থাকবে, লাশ কবর দেওয়ারও কেউ থাকবে না। কিন্তু সকল লাশের কবর হয়েছে। মিডিয়াগুলোর অবিরাম আতঙ্ক ছড়ানোতে প্রথম প্রথম কিছু মানুষ দিশেহারা হয়েছিলো। সেসময় আমাদের পুলিশ বাহিনী তাদের ইতিহাসে আবারো আরেকটি মহান কাজ করেছেন, লাশগুলো সমাহিত করেছেন। চার মাস অতিক্রম করার পর আমাদের বলার সময় এসেছে, করোনা আমাদের তেমন ভয়ানক কিছু করতে পারেনি। বরং বাংলাদেশে করোনায় যতো না ক্ষতি হয়েছে, তারচেয়ে বেশি ক্ষতি হয়ে গেছে লকডাউনে।

সরকারকে ধন্যবাদ সময় মতো লকডাউন তুলে দেওয়ার জন্য। ঠেঙ্গা বুদ্ধিজীবীদের বুদ্ধির গোড়াতে পানি ঢেলে দেওয়ার জন্য। আমাদের বিশেষজ্ঞরা হৃৎরোগ, ব্রেন স্ট্রোক, কিডনি রোগ, ক্যানসার ও অন্য যাবতীয় সব রোগের মৃত্যুকে কোভিডে দিয়েও আলহাদুলিল্লাহ, আমাদের মৃত্যু সংখ্যা এখনো আড়াই হাজারের উপরে নিতে পারেননি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা এখনো বেঁচে আছি। ভালো আছি। আবারো বলছি, আতঙ্কের ব্যবসা এখানে এই পলিমাটির উর্বর ভূমিতে চলবেনা। ফেসবুক থেকে

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *