গোল্ডেন গ্লোবের আসরে জুনিয়র এনটিআর-রাম চরণ

এনটিআর-রাম চরণ

বিনোদন ডেস্ক: গত মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করা হয় ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন। আগামী ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করা হবে। এদিন সকাল সাড়ে ৬টায় বেভারলি হিলটনে বসবে এই আসর। আর বিশ্বের নামি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘ট্রিপল আর’ সিনেমার পরিচালক এস এস রাজামৌলি, অভিনেতা জুনিয়র এনটিআর, রাম চরণ।

এনটিআর-রাম চরণ

এবারের গোল্ডেন গ্লোবে বড় চমক এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’। চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। গোল্ডেন গ্লোবে বেস্ট মোশন পিকচার-ফরেন ল্যাঙ্গুয়েজ ও বেস্ট অরিজিনাল সং—দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ২০২২ সালে ভারতের অন্যতম ব্যবসাসফল এই সিনেমা।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ন্ড ফেস্টের অংশ হিসেবে আগামী ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হবে ‘ট্রিপল আর’। এতে উপস্থিত থাকবেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণ ও সুরকার এম এম কিরাভানি। পরে ১১ জানুয়ারি গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানেও যোগ দেবেন তারা।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।

৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছে ডিভিভি নায়া। বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

বাপ্পা উড়লেন এয়ার অ্যাস্ট্রা’র ভালোবাসায়