জুমবাংলা ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের নিঠুর চন্দ্র হাওলাদার। শীত মৌসুমে প্রায় ২০ বছর ধরে ১০০ গোল গাছ থেকে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তিনি। প্রতি বছরের ন্যায় এ বছরও গাছ পরিচর্যা থেকে শুরু করে সব প্রস্তুতি সম্পন্ন করেন। কিন্তু তার ১০০ গোল গাছের মধ্যে অর্ধশতাধিক গাছের গাবনা (ফলের ছড়া) সহ গোড়া পর্যন্ত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। যার ফলে এ বছর তার ওই ৫০টি গাছ থেকে রস সংগ্রহ করা যাবে না বলে জানান তিনি।
কান্না জড়িত কণ্ঠে নিঠুর চন্দ্র জানান, প্রতি বছর তাদের রেকর্ডি জমিতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গোল গাছ থেকে রস সংগ্রহ করেন। পরে এ রস দিয়ে গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন। এ বছর গাছ কাটা, গাছ পরিচর্যা এবং হাড়ি পাতা থেকে শুরু করে সব কাজ সম্পন্ন করেছেন। ১০০ গাছ থেকে তিন দিন ধরে রসও সংগ্রহ করেছেন। কিন্তু বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বাগানে গিয়ে দেখতে পান ৫০টি গাছের গাবনার ছড়াসহ ডগার গোড়া পর্যন্ত কাটা।
কে বা কারা এবং কেন এ কাজ করেছে তা তিনি জানাতে পারেননি।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘এ ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।