বিনোদন ডেস্ক : নীল ছবির দুনিয়া থেকে উত্থান শুরু হলেও বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। হট, বোল্ড বা অত্যন্ত সুন্দরী, এ অভিনেত্রীর সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। যদিও আগের মতো উত্তাল জীবনযাপনে একেবারেই অভ্যস্ত নন সানি। দুই ছেলে, এক মেয়ে এবং স্বামী ড্যানিয়েলকে নিয়ে তার এখন সুখের সংসার।
বর্তমানে ‘স্টার স্ট্রাক’ নামক নিজস্ব কসমেটিকসের ব্র্যান্ড রয়েছে সানির। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাঝেমধ্যেই লাইভে এসে প্রোডাক্টের প্রচার করে থাকেন তিনি। যদিও কসমেটিকস নয়, সম্প্রতি বিনোদনের খবরের মাঝে পুনরায় ভাইরাল সানি।