Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গ্যালাক্সির মধ্যে সূর্যের গতিপথ কতটা বিস্ময়কর?
    বিজ্ঞান ও প্রযুক্তি

    গ্যালাক্সির মধ্যে সূর্যের গতিপথ কতটা বিস্ময়কর?

    October 29, 20243 Mins Read

    সূর্য, বর্তমানে বলা যায়, একটা বুদ্‌বুদের মধ্য দিয়ে যাচ্ছে, যে বুদ্‌বুদের ঘনত্ব আন্তনাক্ষত্রিক মাধ্যমের ঘনত্বের চেয়ে কম। এই বুদ্‌বুদকে বলা হয় স্থানীয় বুদ্‌বুদ (Local Bubble), যার দৈর্ঘ্য প্রায় ৩০০ আলোকবর্ষ। এর গড় ঘনত্ব হচ্ছে প্রতি ঘনমিটারে মাত্র ৫০ হাজার পরমাণু।

    সূর্যের গতিপথ

    যেখানে আন্তনাক্ষত্রিক মাধ্যমের গড় ঘনত্ব হলো প্রতি ঘনমিটারে পাঁচ লাখ পরমাণু। এর সঙ্গে একটা তুলনা দিই—আমি যদি আমার ঘরে দুই হাত একত্র করি, তাহলে এর ভেতরে প্রায় ১০০ বিলিয়ন বাতাসের অণু–পরমাণু আটকা পড়বে। সে অর্থে যেকোনো আন্তনাক্ষত্রিক মাধ্যম প্রায় শূন্যই বলা চলে। মনে করা হয়, গত এক কোটি থেকে দুই কোটি বছরে আমাদের আশপাশের সুপারনোভা বিস্ফোরণের ফলে এই স্থানীয় বুদ্‌বুদ তৈরি হয়েছে।

    সূর্যের এই গতিমুখকে সৌর শীর্ষ (Solar Apex) বলা হয়। দ্বিতীয় ছবিটাতে আমরা দেখছি, ছায়াপথের ধনু বা স্যাজিটেরিয়াস বাহুটিকে, গ্যালাক্সির কেন্দ্র কোন দিকে, সেটিকেও নির্দেশ করা হয়েছে। এ ছাড়া বৃশ্চিক বা স্করপিয়াস নক্ষত্রমণ্ডল ও ধনু বা স্যাজিটেরিয়াস নক্ষত্রমণ্ডলও নির্দেশ করা হয়েছে।

    এবার লক্ষ করুন, শ্রবণা বা আলটেয়ার তারাটি, এর ওপর দিকে অভিজিৎ বা ভেগা তারার কাছে হারকিউলিস নক্ষত্রমণ্ডলের একটি দিকে সূর্য সেকেন্ডে প্রায় ১৩ কিলোমিটার বেগে ছুটে চলেছে। দেনেব, অভিজিৎ, শ্রবণা—তিনটি তারা মিলে যে ত্রিভুজ তৈরি করে, তাকে গ্রীষ্মের ত্রিভুজ বলে। অভিজিৎ তারার কাছেই সূর্যের গতিমুখ দেখা যাচ্ছে।

    কিন্তু সৌর শীর্ষই গ্যালাক্সির মধ্যে সূর্যের গতিপথ নয়। এই যে ১৩ কিলোমিটার প্রতি সেকেন্ডে সূর্যের গতি বলা হলো, সেটি হলো স্থানীয় তারাগুলোর গড় গতির তুলনায় সূর্যের গতি, অর্থাৎ Local Standard of Rest (LSR)–এর তুলনায়। এই LSR আবার গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে ঘুরছে।

    এটাকে আমি এভাবে ব্যাখ্যা করতে পারি—আমি একটি বড় জাহাজের ভেতরে ঘোরাঘুরি করছি, এক কেবিন থেকে আরেক কেবিনে যাচ্ছি, আমার কোনো ধারণাই নেই যে জাহাজটি সিঙ্গাপুর থেকে চট্টগ্রামে যাচ্ছে। এই সৌর শীর্ষটি হলো আমি জাহাজের মধ্যে যে কেবিনের দিকে যাচ্ছি, সেই দিক এবং পুরো জাহাজটি হলো LSR, সেটি গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে ঘুরছে। LSR-এর গতিবেগ হলো সেকেন্ডে ২২০ কিলোমিটার।

    অর্থাৎ এই যে পৃথিবী সূর্যের চারদিকে সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে ছুটছে, কিংবা সূর্য হারকিউলিস মণ্ডলের দিকে সেকেন্ডে ১৩ কিলোমিটার বেগে ছুটছে, সেগুলো সবই LSR-এ নিমজ্জিত, অর্থাৎ LSR জাহাজ গ্যালাক্সির চারদিকে ঘুরছে। আর এই মুহূর্তে এটির গতিমুখ হচ্ছে সিগনাস বা হংস তারকামণ্ডলীর দিকে (ছবি ৩ দ্রষ্টব্য)।

    ৪ নম্বর ছবিতে বিষয়টি হয়তো কিছুটা স্পষ্ট হবে। এখানে LSR হচ্ছে বাক্সটা, আর এই বাক্স গ্যালাক্সির চারদিকে ২২০ কিলোমিটার সেকেন্ডে ভ্রমণ করছে। এর ফলে একবার কেন্দ্রের চারদিকে ঘুরে আসতে ২২৫ থেকে ২৫০ মিলিয়ন বছর লাগে এবং মনে করা হয়, সূর্যের জন্মের পরে সূর্য কেন্দ্রের চারদিকে ২০ থেকে ২৫ বার ঘুরে এসেছে।

    গ্যালাক্সির চারদিকে সূর্যের গতির ব্যাপারে আরেকটা গতির কথা উল্লেখ করতে হবে—সেটা হলো, সূর্য আমাদের ছায়াপথ গ্যালাক্সির তলের ওপরে ও নিচে ওঠানামা করে (ওপর নিচ বলছি, যদিও ওপর–নিচ বলে কিছু নেই)। এর পর্যায়কাল হচ্ছে মোটামুটি ৮০ মিলিয়ন বছর, অর্থাৎ সূর্য যত দিনে কেন্দ্রের চারদিকে একবার ঘুরে আসে, তত দিনে তিনবার সে এই তলে ওঠানামা করে।

    গ্যালাক্সির তল থেকে সূর্য সর্বোচ্চ ৩৫০ আলোকবর্ষ ওপরে ওঠে বা নিচে নামে। তবে আমাদের গ্যালাক্সির তলটা ঠিক কোথায়, সেটা আমরা জানি না, বর্তমানে সূর্য সেই তল থেকে কিছুটা ওপরে আছে, অনেকের মতে, আমরা তিন মিলিয়ন বছর আগে এই তল পার হয়েছি।

    গ্যালাক্সির মধ্যে সূর্যের ভ্রমণ নিয়ে আর একটা কথা বলে শেষ করি। সূর্য যখন কেন্দ্রের চারদিকে ঘোরে, সে আসলে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরে আর এই বিন্দু গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে ঘোরে। এই বিন্দুকে আমরা LSR বলে ভাবতে পারি। এই বিন্দুর চারদিকে সূর্যের উপবৃত্তাকার পথের ব্যাস ১৫০০ আলোকবর্ষ মতো হতে পারে এবং কেন্দ্রের চারদিকে একবার ঘোরার সময় সূর্য এই বিন্দুর চারদিকে ১.৩৫ বার ঘুরে আসে। কিন্তু ঘুরে একই বিন্দুতে আসে না। কাজেই গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে সূর্যের ভ্রমণপথ বেশ জটিল।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    কতটা গতিপথ গ্যালাক্সির প্রযুক্তি বিজ্ঞান বিস্ময়কর? মধ্যে সূর্যের সূর্যের গতিপথ
    Related Posts
    iQOO Z9x 5G

    iQOO Z9x 5G : 6000mAh ব্যাটারি ও 5G কানেক্টিভিটিসহ সেরা ফিচারের স্মার্টফোন

    May 18, 2025
    এসির টন

    এসির ‘টন’ মানে কী বোঝায়? ঘরের আকার অনুযায়ী কোন টনের এসি লাগবে?

    May 18, 2025
    হীরার খনি

    প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি!

    May 18, 2025
    সর্বশেষ সংবাদ
    Google Pixel Buds Pro
    Google Pixel Buds Pro: Price in Bangladesh & India with Full Specifications
    Google Pixel Buds Pro
    Hisense E7K Pro QLED TV: Price in Bangladesh & India with Full Specifications
    এডিপি অনুমোদন
    ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
    Tecno Megabook T1
    Tecno Megabook T1: Price in Bangladesh & India with Full Specifications
    Vivo X100 Pro
    Vivo X100 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    জাতীয় সনদের
    দ্রুতই জাতীয় সনদের দিকে এগোতে চায় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
    Oppo Find X7 Pro
    Oppo Find X7 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    ইশরাকের
    ইশরাকের শপথ ইস্যুতে যা জানাল স্থানীয় সরকার মন্ত্রণালয়
    iQOO Z9x 5G
    iQOO Z9x 5G : 6000mAh ব্যাটারি ও 5G কানেক্টিভিটিসহ সেরা ফিচারের স্মার্টফোন
    OnePlus 12
    OnePlus 12: Price in Bangladesh & India with Full Specifications
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.