Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে ব্যবসায়ী রেজাউল কাজীর শরীরের ৯০ ভাগ, তার স্ত্রী জামিলা বেগমের ৫০ ভাগ এবং মেয়ে মিতু আক্তারের ৫০ ভাগ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
স্বজনরা জানান, বাড়ির পাশে গ্যাস লাইন লিকেজ হয়ে ঘরে ছড়িয়ে পড়ে গ্যাস। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে তিনটার দিকে রেজাউল গ্যাস লাইট দিয়ে আলো জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণ হয়।
দুর্ঘটনার পর দগ্ধ ৩ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।