বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলেকট্রনিক বর্জ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে বিশ্বের বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ডিভাইসে চার্জার না দেয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে। এ তালিকায় সবশেষ যুক্ত হলো অপো।
এর আগে শাওমিও তাদের ভবিষ্যতে বাজারজাত হতে যাওয়া ডিভাইসে চার্জার না দেয়ার কথা জানিয়েছিল। এতদিন অপো চার্জার দিয়ে আসছিল।
অপো রেনো ৮ সিরিজ উন্মোচনের ইউরোপিয়ান ইভেন্টে বিদেশে বিক্রি ও পরিষেবা বিভাগের ভিপি বিলি ঝ্যাং জানান, আগামী বছর একাধিক ডিভাইসের বক্স থেকে চার্জার সরিয়ে দেবে প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।