জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।
তিনি বাংলাদেশ প্যাভেলিয়নের কর্মকর্তাগণসহ বাংলাদেশ সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করতে বিনিয়োগকারীদের সাথে কথা বলেন।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে প্রচেষ্টা জোরদার করার জন্য তিনি কর্মকর্তাদের আহ্বান জানান।
এসময় স্পিকার লির্ডাস ফোরামে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্যাভেলিন পরিদর্শনকালে আরব-আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।