আন্তর্জাতিক ডেস্ক : জেট বিমানের চেয়েও বেশি গতিতে চলবে ট্রেন। সম্প্রতি চীনের শানজি প্রদেশে এমনই এক উচ্চ প্রযুক্তি সম্পন্ন ম্যাগলেভ ট্রেনের সফল পরীক্ষা চালিয়েছে চীনা অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এ ট্রেনের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন করা যাবে।
ভ্যাকুয়াম টিউবের মধ্যে ম্যাগলেভ প্রযুক্তি বা চৌম্বকের সাহায্যে চলবে ট্রেন। এর মাধ্যমে ঘর্ষণ এবং অন্যান্য বাধাদানকারী বল দূর হবে। ফলে বাড়বে গতি। এছাড়াও এতে সমন্বয় করা হয়েছে রেল এবং অ্যারোস্পেস প্রযুক্তির।
ম্যাগলেভ প্রযুক্তিতে চলা বিশেষ এ ট্রেনের সফল পরীক্ষাকে প্রযুক্তিখাতে চীনের বিশাল সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এছাড়াও এ প্রযুক্তি ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগানোর কথা জানিয়েছেন তারা।
উদ্যোক্তারা বলেন, এটা প্রমাণিত যে, কাজের প্রথম পর্যায়ে আমরা বড় ধরনের সাফল্য পেয়েছি। আমাদের এ কাজের মাধ্যমে, ভবিষ্যতে প্রকৌশলগত বিভিন্ন কাজ আরও সহজ হবে।
প্রাথমিকভাবে এ ট্রেনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় প্রায় এক হাজার কিলোমিটার। তবে ভবিষ্যতে এর গতি ধাপে ধাপে ঘণ্টায় চার হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে চীন।
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির রেলপথ রয়েছে চীনে। তবে, এসব ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ সাড়ে তিনশ কিলোমিটার। প্রাথমিকভাবে ম্যাগলেভ প্রযুক্তির বিশেষ এই ট্রেন সাংহাই-হংজু রুটে চলবে বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ। এতে করে এ পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।