ঘনিষ্ঠ মুহূর্তের ভাইরাল ভিডিও কি অভিনেত্রী ওভিয়ার?

বিনোদন ডেস্ক : তামিল ও মালায়ালাম সিনেমার অভিনেত্রী ওভিয়া হেলেন। হঠাৎ তুমুল আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা। অভিনেত্রীর একটি ব্যক্তিগত ভিডিও নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে, যা বিশালভাবে আলোড়ন ফেলেছে।

ভিডিওটি দেখে অনেকেরই মনে হয়েছে যে, ভিডিওর মেয়েটি ওভিয়া। তবে এখন ভাইরাল হওয়া ক্লিপের সত্যতা যাচাই করা যাচ্ছে না।

ভাইরাল ভিডিওতে অভিনেত্রীকে আপোষহীন অবস্থায় দেখতে পাওয়া যায়। এমনকি নেটিজেনরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, ওভিয়ার মতো কাঁধে ট্যাটুসহ নারী। যদিও কিছু নেটিজেনের দাবি, অভিনেত্রীর এটি ডিপফেক ভিডিও।

এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে তার ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জানতে চেয়েছেন, ভাইরাল ভিডিওর মেয়েটি তিনি কিনা। ‘ওভিয়া আর্মি’ শিরোনামে ওভিয়ার ফ্যান পেজ থেকে বলা হয়েছে, ‘ওভিয়া নিশ্চিত করেছেন ভিডিওটি তার নয়। আমরা সবসময় ওভিয়াকে সমর্থন করি।’

ইনস্টাগ্রামে পরিষ্কার করে কোনো মন্তব্য না করলেও মাইক্রোব্লগিং সাইট এক্সে অরুণ বিজয় নামে একজনের প্রশ্নের উত্তরে ওভিয়া লেখেন, ‘পরেরবার হবে ভাই।’ ভিডিও নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখনো কোনো গণমাধ্যমে বিষয়টি নিয়ে বক্তব্য দেননি ওভিয়া।