জুমবাংলা ডেস্ক : ঘন কুয়াশার কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বহনকরা ইউএস-বাংলার একটি বিমান চারবার চেষ্টা করেও রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে নামতে পারেনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্লাইটটি অবতরণের কথা ছিলো। কিন্তু, রাজশাহীর আকাশে কয়েকবার চক্কর দিয়েও অবতরণ করতে পারেনি।
বিমানবন্দরে অবতরনে ব্যর্থ হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে লিখেছেন, ‘চারবার চেষ্টা করে রাজশাহীতে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত এসেছি। ধন্যবাদ।’
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমান বন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, ‘ইউএস-বাংলার বি-স্টার ১৬১৬ ফ্লাইটটির অবতরণের নির্ধারিত সময় ছিলো সকাল ১০টায়। কিন্তু, ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। এরইমধ্যে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়াল দিয়ে রাজশাহীতে পৌঁছে। কুয়াশার কারণে অবতরণের সুযোগ পায়নি। এরপর কয়েকটি চক্কর দিয়েছে। কিন্তু, শেষ পর্যন্ত অববরণ করতে না পেরে ফিরে যায়।’
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘চারবার চেষ্টা করেও বিমানটি নামতে পারেনি। পরে ঢাকায় এসে যাত্রা বাতিল করেছি। শুক্রবার রাজশাহীতে আসবো।’