আন্তর্জাতিক ডেস্ক : সাপের সঙ্গে রাতের ঘুম। জানতেই ঘুম উড়ল পরিবারের।ঘরের ভেতরে বিষধর সাপ-সহ ১৯টি সাপের বাচ্চা আস্তানা করেছিল। ঘরের ভেতর গর্ত বেশ কিছুদিন থেকেই ছিল। হঠাৎ সেই গর্তে সাপের আনাগোনা দেখতেই চক্ষু চড়ক গাছ।
শোয়ার ঘর থেকে উদ্ধার গোখরো সাপ-সহ ১৯টি সাপের বাচ্চা। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের আলতা গ্রাম রেল স্টেশনের পাশে বিজেন্দ্র নাথ রায়ের বাড়িতে। গোখরো সাপগুলিকে ঘরের মধ্যে দেখে ঘর থেকে বেরিয়ে পরে পরিবারের সদস্যরা।
বন দফতরে বিষয়টি ফোন করে জানানো হয়। ফোন পেয়ে বনদফরের কর্মী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় ঘরের মাটির ভিত কেটে সাপ-সহ সাপের বাচ্চাউদ্ধার করে নিয়ে যায়।
জানা যায়, গ্রামের বেশ কিছু মানুষের সহযোগিতায় ওই গৃহস্থের ঘরের ভেতরে বাইরে মাটি খুঁড়ে ফেলা হয়। এরপর এক এক করে বেরোতে থাকে একটি বড়ো সাপ-সহ প্রায় ১৯টি গোখরো সাপের বাচ্চা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।