Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ঘরবন্দী বয়স্ক মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবক বোরাক সোয়লু। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে।
গুডবেল নামে এক ব্যক্তি নিজের টুইটারে একটি ভিডিও ও ছবি শেয়ার করেছেন। এতে দেখা যায়, স্পাইডারম্যানের পোশাক পরা বোরাক সোয়লু একটি দোকান থেকে সবজি কিনছেন। বয়স্ক দম্পতিদের তিনি ব্যালকনি থেকে খাবার পৌঁছে দিচ্ছেন।
গুডবেল লিখেছেন, তুর্কির বাসিন্দা বোরাক সোয়লু স্পাইডারম্যানের মতো পোশাক পরে নিজের বিটল গাড়ি চেপে আশেপাশের পাড়ায় ঘুরে বেড়ান। যখনই কোনও ব্যক্তির কোনও কিছু প্রয়োজন হয় তিনি পৌঁছে যান। করোনার ঝুঁকিতে থাকা বয়স্কদের প্রয়োজনীয় খাবার পাঠাতে স্পাইডারম্যান তাদের বাড়িতে পৌঁছে যান।
সোয়লু বলেন, আমার সুপারপাওয়ার আমার প্রতিবেশীদের কাজে আসছে। এর চেয়ে বড় খুশির জিনিস আর কীই বা হতে পারে! সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।