লাইফস্টাইল ডেস্ক : ছোটবেলা মনে করলেই তিলের খাজা, বাদাম কটকটি, কাঠি গজা এসব মনে পড়ে। আজকাল আর এসব খুব একটা দেখা যায় না। এখনও মনে আছে ট্রেনে করে মামা বাড়ি যাওয়ার সময় প্রত্যেকবার এক প্যাকেট করে তিলের খাজা কিনে হাতে দিয়ে দিতেন মা। দুই ভাইবোনের মধ্যে কে জানলার ধারে বসবে সেই নিয়ে চলা খুনসুটি নিমেষে বন্ধ হয়ে যেত। যাইহোক গল্প করতে বসলে আসল কথাই বলা হবে না। ঘরে কিন্তু এই তিলের খাজা খুব সহজে বানানো যায়। সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন রেসিপি লেখা যাক। একদিন আপনারাও বাড়িতে বানিয়ে নিয়ে যাতে গল্পের আসর নিয়ে বসতে পারেন। আর খেতে খেতে কিন্তু বলতে হবে তিলের খাজা খেতে মজা।
তিলের খাজা বানানোর উপকরণঃ
- সাদা তিল এক কাপ
- চিনি এক কাপ
- সাদা তেল ২ চামচ
- বাটার পেপার চৌক করে কাটা দু পিস
তিলের খাজা ঘরে বানানোর পদ্ধতিঃ
একটি প্যান হালকা গরম করে তাতে এক কাপ সাদা তিল ঢালুন। গ্যাসের আঁচ একদম কমে রেখে তিল ভাজুন। অনবরত নাড়তে থাকবেন। তলেই রঙ হালকা লালচে হলে গ্যাস অফ করে দিন। একটি বাটিতে বা থালায় ঢেলে তিল ঠাণ্ডা করুন। দেখবেন তিল মচমচে হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে এক কাপ চিনি ঢেলে তা অল্প আঁচে গরম করুন। চিনি গলে ক্যারামেল হওয়ার এই সময়ের মধ্যে বাটার পেপারে সাদা তেল ভালো করে লাগিয়ে রাখুন। চিনি জ্বাল হতে হতে গলে যাবে। জল দেওয়ার দরকার নেই। আর দেবেনও না। আঁচ কিন্তু একদম কমানো থাকবে। চিনি গলে ক্যারামেল হয়ে বাদামী রঙ ধরলেই তাতে তিল ঢেলে দিন। গ্যাস অফ করেই চিনির ক্যারামেলের সাথে তিল মেশান। হালকা নরম থাকে যেন।
এবার বাটার পেপারে চিনির সাথে মেশানো তিল ঢেলে ভালো করে ছড়িয়ে দিন। তারপর উপর থেকে আরেকটা বাটার পেপার দিয়ে তার উপর থালা চেপে চেপে পছন্দ মত পাতলা করে নিন। বেলুনি দিয়েও পেপারের উপর থেকে বেলে নিয়ে এটা করতে পারেন। তিল গরম থাকতে থাকতেই ছুড়ি দিয়ে কেটে নিন চৌক চৌক করে। ঠাণ্ডা হওয়ার পর কাটতে গেলে শক্ত হয়ে যাবে, তখন সেপ ভালো আসবে না। তৈরি ধয়ে গেল তিলের খাজা। ঠাণ্ডা করে বোতলে ভরে একমাস ধরে খেতে পারেন। তবে বিশ্বাস করুন বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। একদিন বানান অবশ্যই। আর হ্যাঁ কেমন হল তিলের খাজা জানাবেন আমাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।