ঘরে বসে যেভাবে বানাবেন বোরহানি

ঈদ মানেই প্রচুর ঘোরাঘুরি খাওয়া-দাওয়া। কোরবানির ঈদে ইচ্ছা থাকলে বা চেষ্টা করেও মুখরোচক খাবারের আয়োজন থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না । অন্যান্য খাবারের পাশাপাশি মাংস খাওয়া হয় অনেক বেশি। এ সময়ের ভারি ও ফ্যাটযুক্ত খাবারের সঙ্গে পানীয় হিসেবে সকলে কোমল পানীয় রাখতেই পছন্দ করেন। এটা নিশ্চয় অজানা নয়, কোমল পানীয় স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। সেক্ষেত্রে কোমল পানীয়ের পরিবর্তে রাখা চাই টক দইয়ে তৈরি বোরহানি।

বোরহানি

দেখে নিন বোরহানি তৈরি রেসিপি—

উপকরণ:
টক দই- ২ কাপ
পুদিনা পাতা- আধা কাপ
কাঁচামরিচ- ৪টি
ধনেপাতা কুচি- আধা কাপ
চিনি- ৩ চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ
বিট লবণ- ১ চা চামচ
গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
লবণ- আধা চা চামচ

একটানা কতক্ষণ হেডফোন ব্যবহার করলে হারাতে পারেন শ্রবণশক্তি

প্রস্তুত প্রণালি:
ব্লেন্ডারে পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে ১ মগ পানি দিয়ে দিন। উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করুন। গোলমরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, চিনি, টক দই দিয়ে আবার ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেল বোরহানি। ফ্রিজে রেখে ঠান্ডা হলে পরিবেশন করুন। ঝাল বেশি খেলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।