ঘুড়ির সুতা ধরে উড়ছে যুবক!
আন্তর্জাতিক ডেস্ক : ঘুড়ি তো অনেকেই ওড়ান। ভারতে শুধু নয়, অন্য অনেক দেশেই কারণে-অকারণে ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। বিশাল আকারের ঘুড়ি উড়িয়ে উৎসবের উদ্যাপন হয় কোনও কোনও দেশে। তেমন এক ঘুড়ি ওড়ানোর আসরে কেরামতি দেখিয়ে ভাইরাল হলেন এক যুবক।
ভিডিওটিতে দেখা গিয়েছে, ঘুড়ি ওড়াতে ওড়াতে তার সঙ্গে যুবক নিজেও আকাশে উড়ে গিয়েছেন। ঘুড়ির দু’হাতে সুতো ধরে ঝুলে পড়েছেন তিনি। মাটি থেকে বেশ কয়েক মিটার উপরে উঠে পড়েছেন। আকাশে অন্য ঘুড়িগুলির সঙ্গে তাঁর উচ্চতা প্রায় সমান হয়ে গিয়েছিল। আবার কিছুক্ষণ পর সুতো ধরেই নীচে নেমে আসেন যুবক।
এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। তবে ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। বহু মানুষ কয়েক সেকেন্ডের ভিডিয়োটি দেখেছেন এবং নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টবাক্স।
ভিডিওতে যে যুবককে দেখা গিয়েছে, তিনি চিনের বাসিন্দা। একটি সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন। কলকাতার আকাশে সাধারণত যে ঘুড়ি উড়তে দেখা যায়, চিনের ঘুড়ি কিন্তু তেমন নয়। বিশাল আকৃতির লম্বাটে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছে ওই ভিডিওতে। আকাশে একাধিক ঘুড়ি উড়ছিল। ঘুড়ির সুতো ধরে যুবক ১০০ ফুট উঁচুতে উঠে গিয়েছিলেন।
ভিডিওটি দেখে প্রথম দিকে কেউ কেউ মনে করেছিলেন, যুবক হয়তো বেখেয়ালে ঘুড়ির সুতো ধরেছিলেন। ঘুড়িটি উড়লে আচমকা তিনিও তার সঙ্গে উপরে উঠে যান। কিন্তু ভিডিওর সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে, এটি কোনও দুর্ঘটনা নয়। ইচ্ছা করে কেরামতি দেখানোর জন্যই তিনি ঘুড়ির সুতো ধরেছিলেন।
ভিডিওর সঙ্গে আরও জানানো হয়েছে, তাঁরা ঘুড়িতে যে সুতো ব্যবহার করেন সেটি উন্নতমানের। তাই এই ধরনের কেরামতিতে দুর্ঘটনার আশঙ্কা কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।