আন্তর্জাতিক ডেস্ক : রাস্তার পাশে পড়ে আছে সাদা কাপড়ে মোড়ানো একটা দেহ। এলাকার কিছু মানুষ তার দিকে এগিয়ে আসে মৃত ভেবে। তাদের মধ্যে তৈরি হয় উত্তেজনা। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ আশার পর শোরগোল আর রাস্তার চলাচল করা গাড়ির শব্দে হঠাৎ উঠে বসেন এক ব্যক্তি।
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটে এই ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটটিনের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির বাড়ি নাই। তাই রাস্তার পাশেই ঘুমান। তবে বৃহস্পতিবারের ঘটনায় ভয় পেয়ে যান উপস্থিত লোকজন। রাস্তা দিয়ে চলাচলকারীরা সেখানে দাঁড়িয়ে পড়েন। ফলে ভিড় জমে যায়।
এই ঘটনার ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ টুইটারে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে পরপর বাইকগুলি এসে দাঁড়িয়ে পড়েছে। কেউ একজন ভিডিও করেছেন। পুলিশ এসে ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। আর এলাকায় তীব্র শোরগোল তৈরি হয়েছে।
বহু লোক বহু ধরণের মন্তব্য করেছেন ভিডিওটিতে। একজন লিখেছেন, লোকটি সাদা চাদর নিয়ে ভুল করেছে, রঙিন চাদর নেওয়া উচিত ছিল। একজন লিখেছেন, কি ভয়াবহ ভাবুন তো মৃত ব্যক্তি নাকি হেঁটে বেড়াচ্ছে।
Man sleeping on road side was mistaken as dead body. #Ghaziabad, #India. pic.twitter.com/9sFvpS07py
— Mamun Shaikh (@mamun_shaikh92) September 10, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।