জুমবাংলা ডেস্ক : ঘুমের ওষুধ, নেশাজাতীয় দ্রব্য ও চিনি মিশিয়ে তৈরি করা হতো নকল ফেনসিডিল। এরপর সেগুলো পুরাতন ফেনসিডিলের বোতলে ভরে ছিপি মেশিন দিয়ে আটকে বিক্রি করা হতো এলাকার উঠতি যুবকদের কাছে। ঠাকুরগাঁওয়ের হরিপুরে এ রকম একটি নকল ফেনসিডিল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
গতকাল রোববার রাত দেড়টার দিকে ঠাকুরগাঁও জেরার উপজেলার পাঁচঘরিয়া মশালডাঙ্গী গ্রামের বশিরউদ্দিনের (৫০) বাড়িতে ওই নকল ফেনসিডিল কারখানায় অভিযান চালায় হরিপুর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতা বশির উদ্দিন পালিয়ে যান। তবে জব্দ করা হয় নকল ফেনসিডিল, ফেনসিডিলের খালি বোতল, কর্ক, ফেনসিডিল তৈরির নানা সামগ্রী এবং ১ হাজার ২৫০ মিলি লিটার ভারতীয় লুজ ফেনসিডিল (জারকিন সহ)।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মালামাল জব্দ করে থানায় আনা হয়েছে। বশিরের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।