আন্তর্জাতিক ডেস্ক : টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোজাহাজ টাইটানের স্মৃতি এখনো পুরনো হয়নি। তবু অজানাকে জানার কৌতূহল মানুষের রক্তে মিশে আছে। পানির নিচে যে আরও একটি পৃথিবী আছে, তা স্বচক্ষে দেখার লোভ সামলাতে পারেন না অনেক ভ্রমণপিপাসু।
এবার সেই পর্যটকদের গভীর সমুদ্রে ঘুরতে যাওয়ার সুযোগ দিচ্ছে একটি ডুবোজাহাজ। ‘সাবমেরিন ট্যুরিজম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের গুজরাট রাজ্য সরকার। যা ভারতের ইতিহাসে প্রথম।
গুজরাটের পর্যটন বিভাগ জানিয়েছে, এই প্রকল্পের জন্য মাজগাঁও ডক লিমিটেড-এর সঙ্গে হাত মিলিয়েছে রাজ্যের সরকার। ২০২৪ সালে দীপাবলির আগেই এই প্রকল্পটি শুরু হওয়ার কথা রয়েছে। ৩৫ টন ওজনের ওই ডুবোজাহাজটি একসঙ্গে ২৪ জন পর্যটক নিয়ে সমুদ্রের ১০০ মিটার নিচে থেকে ঘুরে আসবে। জাহাজটি পরিচালনার দায়িত্বে থাকবেন দুজন অভিজ্ঞ পাইলট ও একজন ক্রু। পর্যটকদের জন্য অক্সিজেন মাস্ক থেকে শুরু করে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থাসহ যাবতীয় সুযোগসুবিধা থাকবে এই সাবমেরিনে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গুজরাটের পর্যটনশিল্পের প্রসারের জন্য এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
পানিতে ভাসমান ডুবোজাহাজের ভেতরে প্রবেশ করার সুযোগ হয়েছে অনেকের। কেননা এক সময় ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ ‘আইএনএস কুরসুরা’ এখন অবসরপ্রাপ্ত। পর্যটকদের জন্য সেই ডুবোজাহাজটিকে সাবমেরিন মিউজিয়াম হিসাবে রেখে দেওয়া হয়। ভাইজ্যাক ঘুরতে গেলেই দেখা যায় সেই জাহাজটি। কিন্তু এর আগে ডুবোজাহাজে করে পানির নিচে ঘুরে বেড়ানোর সুযোগ পাননি সাধারণ মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।