জুমবাংলা ডেস্ক : ঘুষের ৫০ হাজার টাকা নেওয়ার সময় আইভিএন্ডইই (সিজিও-২) এর বেসামরিক কর্মচারী মো. আলাউদ্দিন মিয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক রোড নম্বর-২, ধানমন্ডিস্থ স্টার কাবাবের তৃতীয় তলা থেকে তাকে গ্রেফতার করেন।

সোমবার (৬ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঘুষের ৫০ হাজার টাকা গ্রহণের সময় ইন্সপেক্টরেট অব ভাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট (আইভিএন্ডইই) সিজিও-২ এর বেসামরিক কর্মচারী আলাউদ্দিন মিয়াকে গ্রেফতার করেছে দুদক। এর আগে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলা করা হয়।
আসামি আইভিএন্ডইই কর্তৃক ঠিকাদার সরবরাহকৃত পণ্যের প্রতিবেদন দেওয়ার জন্য দুই শতাংশ হারে ঠিকাদারের কাছ থেকে ঘুষ দাবি করেন। দাবিকৃত ঘুষের অংশ বিশেষ টাকা তিনি বিভিন্ন সময় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়ার প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশনের অ্যানফোর্সমেন্ট ইউনিট। ইউনিটের প্রতিবেদনের ভিত্তিতে কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়। উক্ত মামলার সূত্রে আসামির দাবিকৃত ঘুষের অবশিষ্ট ৫০ হাজার টাকা গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশনের অ্যানফোর্সেমেন্ট ইউনিটের হাতে গ্রেফতার হন আসামি আলাউদ্দিন।
নায়ক ফারুকের নাম ভাঙিয়ে দুর্নীতি-আর্থিক অনিয়ম, ব্যক্তিগত সহকারীকে অব্যাহতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


