ঘূর্ণিঝড় ফনির রেশ কাটতে না কাটতেই ভারত সীমান্তে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল ৪টা ৩৩ মিনিটে ভারতের নাগাল্যান্ডের মন থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।
কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৪। এছাড়া কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। এই ভূমিকম্পে ভারত ও মিয়ানমারে প্রভাব পড়েছে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভারতীয় আবহাওয়াবিদরা ৮ মাত্রার কম্পন হতে পারে বলে আগে থেকেই সতর্ক করেছিলেন।
গত ২ মে সতর্কবার্তায় বলা হয়, সৌরজগতের অবস্থানগত কিছু পরিবর্তনের জন্য পৃথিবীতে এই ভূমিকম্প দেখা দিতে পারে। বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হচ্ছে ক্রিটিক্যাল জিওমেট্রি।
এদিকে ঘূর্ণিঝড় ফণী গতিপথ পরিবর্তন করে শনিবার সন্ধ্যার পর ভারতের আসামের দিকে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।