জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকছে বিমানবন্দরটি। এ সময়ে কোনো বিমান ওঠা-নামা করবে না।
এর আগে লাগাতার বৃষ্টির কারণে শনিবার সকালে ২৩টি বিমান বাতিল করা হয়েছিল৷
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সন্ধ্যার পরই শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে বুলবুল। সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি চলছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে দমকা ঝড়ো হাওয়া। এ জন্য কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
কলকাতা বিমানবন্দরের পরিচালক কৌশিক ভট্টাচার্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
কলকাতার আলিপুর আবহাওয়া অফিস বলছে, শনিবার সন্ধ্যার পরই সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে বুলবুল। ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বুলবুল। এর বেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। ইতিমধ্যেই বুলবুলের প্রভাবে কলকাতায় অঝোরে বৃষ্টি চলছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।