আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টি-বাদলের দিনে ঘোড়ায় চেপে ক্রেতার কাছে খাবার পৌঁছে দিতে যাওয়া সেই ডেলিভারি বয়কে অনেক চেষ্টা করেও খুঁজে পায়নি সুইগি। বাধ্য হয়ে শেষমেশ ‘ইনাম’ ঘোষণা করল খাবার ডেলিভারি সংস্থা। ওই ‘ঘোড়সওয়ার’-এর খোঁজ দিতে পারলেই মিলবে পুরস্কার। বুধবার বিবৃতি জারি করে জানিয়ে দিলো সুইগি।
ঝড়-জল-বৃষ্টি কিছুই তাঁকে আটকাতে পারেনি। নিজের কর্তব্যে অনড় ওই ডেলিভারি বয়কে সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় ঘোড়া ছুটিয়ে ক্রেতার বাড়িতে খাবার পৌঁছে দিতে দেখা গিয়েছিল। মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। এর পরেই ওই অশ্বারোহীকে খুঁজতে শুরু করে সুইগি। অনেক চেষ্টার পরেও ওই ডেলিভারি বয়কে খুঁজতে ব্যর্থ হওয়ায় এ বার পুরস্কারের ঘোষণা করল তারা।
বিবৃতিতে সুইগির তরফে জানানো হয়, ওই ডেলিভারি বয়ের খোঁজ দিতে পারলে বা তাঁর সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে তাঁকে সুইগি ওয়ালেটে পাঁচ হাজার টাকা দেওয়া হবে। ওই ডেলিভারি বয়কেও সম্মান জানানো হবে বলেই জানানো হয়েছে বিবৃতিতে।
চালু হচ্ছে ৬ লেনের কালনা সেতু, ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।