Advertisement
চট্টগ্রাম প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকার একটি বাসা থেকে এক মা ও তার দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ (১৫ অক্টোবর) সকালে পাঁচলাইশ থানা এলাকার মোহাম্মদপুর ইসমাইল কলোনীর ওই বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, মা ও আড়াই বছর বয়সী ছেলেটির লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। আর সাত বছর বয়সী মেয়েটির লাশ ছিল খাটে শোয়ানো অবস্থায়।
তিনি আরও বলেন, সেখানে আসলে কী ঘটেছে, ওই পরিবারের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবাকে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।