চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঈগল পরিবহনের চালক মো. আরাফাত (২৫) নিহত হয়েছেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া এলাকার নুরুল হোসেনের পুত্র।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের নয়াহাট এলাকায়।
ঘটনায় অন্তত ২৫–৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আলী হায়দার (২৩), ইসমাইল (২৯), জালাল উদ্দীন (২৫), নুর বানু (১৮), মানিক (২৩), আলমগীর (২৩), প্রফেসর আহমদ কবির (৪৮), আসিফ (৩০), ইসফাকুল ইসলাম সৌরভ (১৯), নাছির উদ্দীন (৪৫), নাঈম উদ্দিন (২২), আলিফ (২২), সৌরভ (১৯), ছেনুয়ারা বেগম (৪৮), মনোয়ারা বেগম (৪০), লুৎফুরনেছা (৩৫), আকবর আলী (৪৪), নাবিল (১১ মাস), গিয়াস (১৮) ও ফারজানা আকতারকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমুখী ঈগল পরিবহনের বাস নয়াহাট এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঈগল বাসের চালক আরাফাত মারা যান।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম জানান, “নয়াহাট এলাকায় সংঘর্ষের ঘটনায় এক গাড়ি চালক নিহত হয়েছেন এবং অনেক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে।”
ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের নয়াহাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হলেও রাতের দিকে হাইওয়ে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।