
চট্টগ্রামে ক্রমবর্ধমান সন্ত্রাস ও খুনখারাবি দমনে কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। নগরে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ‘ব্রাশফায়ার করে হত্যা’ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কয়েক দফায় ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে এই নির্দেশ দেন তিনি। সিএমপির একাধিক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত কয়েক মাসে চট্টগ্রাম নগরের আন্ডারওয়ার্ল্ডে অস্থিরতা বেড়েছে। একের পর এক হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।
সবশেষ ৫ নভেম্বর চালিতাতলীর খন্দকারপাড়ায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। ওই ঘটনায় এরশাদ উল্লাহসহ আরও দুজন গুলিবিদ্ধ হন।
এর আগে ২৮ অক্টোবর বাকলিয়া বগার বিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা সাজ্জাদ। এছাড়া ২৫ মে পতেঙ্গা সমুদ্রসৈকতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আরেক শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর।
তবে এসব ঘটনায় জড়িত অনেক সন্ত্রাসী এখনও ধরা পড়েনি। গোয়েন্দা নজরদারিও ব্যর্থ হচ্ছে বলে জানা গেছে।
ওয়্যারলেস বার্তায় কমিশনার হাসিব আজিজ নির্দেশনায় বলেন, “শটগান নয়, চায়না রাইফেলও বাদ—এখন এসএমজি ব্রাশফায়ার মোডে থাকবে।”
সিএমপির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসীদের দমনেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন।
বিষয়টি স্বীকার করে সিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, ‘দেখামাত্র ব্রাশফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয়। যার হাতে অস্ত্র নেই, তার ওপর তো আর এসএমজি ইউজ করব না। সন্ত্রাসী, অস্ত্রধারী যারা তাদের জন্য এই নির্দেশনা। আমার এলাকায় ঢুকে প্রকাশ্য দিবালোকে একটা খুন করে গেল (বায়েজিদের চালিতাতলী)। এ ধরনের ঘটনা ঘটাতে তারা যেন আর সাহস না পায়। এ ধরনের ঘটনা ঘটাতে চট্টগ্রাম নগরে ঢোকে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তারা যেন স্বপ্নেও এটি কল্পনা করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা’।
পুলিশ কমিশনার আরও বলেন, ‘আমরা করছি চালিতাতলী বায়েজিদে কুখ্যাত সন্ত্রাসী যারা লোক মারল, তাদের ঠেকানোর জন্য। অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে মেরা ফেলা হবে। সাজ্জাদ বাহিনী, ইয়াসিন বাহিনী, বার্মা সাইফুল ইত্যাদি যারা আছে, যারা কথায় কথায় মানুষ মারে তাদের জন্য এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



