জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে চিকিৎসক শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন ওরফে কালু (২৬) র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, চিকিৎসক শাহ আলম হত্যায় জড়িত সন্দেহে র্যাব মঙ্গলবার লেগুনা চালক ওমর ফারুককে (১৯) আটক করে। তার দেয়ার তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত কালুকে আটকের জন্য র্যাব বাঁশবাড়িয়ায় অভিযানে গেলে তাদের উপস্থিতি দেখে কালু ও তার সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে কালুর গুলিবিদ্ধ লাশ এবং অস্ত্র পাওয়া যায়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ জানান, চিকিৎসক শাহ আলম বৃহস্পতিবার রাতে কর্মস্থল সীতাকুণ্ড থেকে নগরীর চান্দগাঁও এলাকার বাসায় ফিরতে একটি লেগুনায় উঠেন। গাড়িটিতে আগে থেকেই দুই ছিনতাইকারী ছিলেন। তারা রয়েল গেট এলাকায় পৌঁছে শাহ আলমের কাছ থেকে টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় শাহ আলম বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ রাস্তায় ফেলে দেয়।
সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ছোট কুমিরার আজিজুল হকের ছেলে শাহ আলম দীর্ঘ ৩০ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। চলতি বছরের ১৭ জানুয়ারি তিনি নিজ গ্রামে শিশুদের জন্য ‘চাইল্ড কেয়ার’ নামে একটি মানসম্পন্ন ক্লিনিক চালু করেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel