চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ৫ জন

প্রতীকী ছবি

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে করোনা ভাইরাসে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছে।   এদিনে করোনায় কেউ মারা যায় নি। টানা চার দিন মৃত্যুহীন দিন পাড় করলো চট্টগ্রাম।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার দশমিক ৪৯ শতাংশ।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে আজ দেয়া সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১১টি ল্যাবে ১ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৪ জনই মহানগর এলাকার এবং ১ জন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৯৪ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১৬৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সূত্র: বাসস