
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে আরো ৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ হার ৬ দশমিক ৩৩ শতাংশ। করোনায় আক্রান্তদের মধ্যে কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, নগরীর আটটি ল্যাবে গতকাল মঙ্গলবার ১ হাজার ৫১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৮৮ জন এবং সাত উপজেলার ৮ জন। জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ৩৪ হাজার ৬১৯ জন। এর মধ্যে শহরের ২৭ হাজার ১৪৫ জন এবং গ্রামের ৭ হাজার ৪৭৪ জন। উপজেলা পর্যায়ে গতকাল সংক্রমিতদের মধ্যে হাটহাজারীতে ২ জন এবং রাউজান, সীতাকু-, সাতকানিয়া, আনোয়ারা, চন্দনাইশ ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
করোনায় গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ৩৭১ জনই রয়েছে। এর মধ্যে শহরের ২৭০ জন ও গ্রামের ১০১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৫২ জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩১ হাজার ৮৮৯ জনে উন্নীত হলো। হোম কোয়ারেন্টাইনে নতুন যুক্ত হয়েছেন ২০ জন এবং ছাড়পত্র নেন ১০ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৩৭ জন।